কেন লিখি?
"আমি লিখি জীবনের জন্য । আমি জীবনে স্যাটিসফায়েড নই । আমি যে জীবন দেখি, তাতে যেন কোথায় তৃপ্তি পাচ্ছি না । জীবন আমাকে জাগিয়ে রেখেছে এবং জগতে আমার ভালো লাগছে না । এই জাগরণে আমার বৃদ্ধি নেই. এই জাগরণ আমাকে খর্ব করে দিচ্ছে । আমি ঐ পার্টিকুলার ধরণের এসকেপ চাচ্ছি । মায়ের জঠরে যে এসকেপ করেছিলাম । জীবনকে ছোঁয়ার, জীবনকে আদিরূপে দেখবার, জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে মিশে যাওয়ার চেষ্টা করি । আর লিখি তাদেরই জন্য যারা "স্বহৃদয়-সংবাদি" অর্থাৎ যারা আমারই মতো অনুভব করে: দূর! আমি এই পৃথিবীতে কিছুই পাচ্ছি না, আমার নিজস্ব একটা পৃথিবী দরকার, যেখানে আমি আনন্দ পেতে পারি. যে মন নিয়ে আমি লিখতে বসি, সেই মন তো আমার পাঠকের থাকতেও পারে, সে তো অন্বেষণ করছে আমাকে । সেই অন্বেষণকারীর জন্য লিখি ।"
-অমিয়ভূষণ মজুমদার